ফেনী :
ফেনীতে নুর করিম(৪০) নামের এক প্রবাসিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার(২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করিমের ভাই কাজী নজরুল ইসলাম বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন বলে জানান ফেনী থানার ওসি শামছুজ্জামান।
জানাগেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশে শহিদুলের চা দোকানে বসা ছিলেন, পশ্চিম ছনুয়া গ্রামে শফি উল্যাহর ছেলে ইরাক প্রবাসি নুর করিম। পূর্ব শত্রুতার জেরে পাশের বাড়ির ফরহাদ (১৯) এর নেতৃত্ব ৭/৮ জন যুবক করিমের ওপর সশস্ত্র হামলা করে।
এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ফরহাদকে প্রধান আসামি করে ৭ জনের নামে মামলা করেছেন নুর করিমের ভাই নজরুল ইসলাম। অন্য আসামিরা হলেন, রাহাদ (১৮), শেখ ফরিদ (৪৫), নুরুন নবী (৪০), দুলাল নবী (২৬), নুরুল আবছার (৪৫) ও সাজু (৪৫)।
বাদি বলেন, হত্যা করার উদ্দেশ্যে তারা সশস্ত্র হামলা করেছে। শরিরের বিভিন্ন স্থানে অন্তত ৭টি ধারালো অস্ত্রের কাটা জখম রয়েছে। হামলাকারীরা তার পকেটে থাকা টাকা ও মোবাইল নিয়ে গেছেন।
ঘটনার পর থেকে হামলাকারিরা পলাতক হওয়ায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ফেনী মডেল থানার ওসি শামছুজ্জামান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ হামলাকারিদের গ্রেফতারের চেষ্টা করছে।