ফেনী :
ছোট ফেনী নদীর সোনাগাজী অংশে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বালু উত্তোলন করে নদীর তীরবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত করায় বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০ অনুযায়ী তাদের এ দন্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। দন্ডিতরা বালু উত্তোলন কাজের শ্রমিক দাবি করে মুল বালুখেকোদের বিচার চান স্থানীয়রা।

জানাগেছে, গত ৭ মাস ধরে ছোট ফেনী নদীর সোনাগাজী উপজেলার চর দরবেশ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে স্থানীয় কয়েকজন বালুখেকো। এতে সোনাগাজী ও কোম্পানীগঞ্জের নদী তীরবর্তী জমি, বাড়িঘর ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ১৩ মার্চ, বৃহষ্পতিবার দুপুরে অভিযান চালায় সোনাগাজী উপজেলা প্রশাসন। এসময় বালু উত্তোলনকালে হাতেনাতে ৬ যুবককে আটক করে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
দন্ডিতরা হলেন, পটুয়াখালীর আলমগীর ফরায়েজীর ছেলে মোহাম্মদ ইমরান ও আবু সালেকের ছেলে রাকিবুল ইসলাম, নোয়াখালী বেলায়েত হোসেনের ছেলে সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জের আবদুল আলীর ছেলে দেওয়ান দেলোয়ার ও সেকান্তর মিয়ার ছেলে মোহাম্মদ রবিন এবং লক্ষীপুরের মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ সজীব।
ক্ষতিগ্রস্ত ভূমি মালিক রাসেল সওদাগর বলেন, অভিযানে শ্রমিকদের সাজা দেয়া হয়েছে। অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর তীরবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত করায় বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০ অনুযায়ী তাদের এ দন্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি। অভিযানে সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, সেনাবাহিনী, মডেল থানা পুলিশ ও আনসারের সদস্যগণ সহযোগীতা করেন।