মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ আদালত অবমাননার শামিল | বাংলারদর্পন

নিউজ ডেস্ক :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের বিষয়ে আদালতের আদেশ আছে। আদালতের কোটা সংরক্ষণের আদেশ অগ্রাহ্য করে ভিন্নতর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। সেটা করা হলে তা আদালত অবমাননার শামিল হবে।

আজ বুধবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন ।

এসময় মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যারা উদ্বিগ্ন, তাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, এ সরকার যেহেতু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা হবে না এবং মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের উদ্বেগের কোনো কারণ নাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *