ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু | বাংলারদর্পন

ফটিকছড়ি প্রতিনিধি :

 

ফটিকছড়িতে ফুল ছিঁড়তে গিয়ে স্কুলের চাদ থেকে পড়ে দয়াল দে (১৩)নামে এক  শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

 

সে  ফেনুয়া চা বাগানের মনুরজ্ঞন দে’র ছেলে ।

 

 

সে শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। জানা যায় আজ দশ জুলাই দুপুরে সে  অর্ধবার্ষিক কৃষিশিক্ষা পরীক্ষা দিতে স্কুলে আসলে স্কুলের চাদের তৃতীয় তলায় ফুল গাছ থেকে ফুল  ছিঁড়তে যায় সে। ছাদে রোলিং না থাকাতে অসাবধানতাবসত নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

 

 

 

সহপাঠীরা দেখতে পেলে স্যারদের খবর দিলে স্কুল কর্তৃপক্ষ তাকে দ্রুত নাজিরহাট মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতেলে পাঠিয়ে দেন।

চট্টগ্রাম মেডিকেলে থাকা স্কুল শিক্ষক মোহাম্মদ রাশেদ  জানান ছেলেটির প্রচুর রক্ত খনন হয়েছে ও ডান হাত ভেঙ্গে গেছে। চিকিৎসাধীন অবস্তায় সন্ধ্যে সাড়ে ছয়টার দিকে মৃত্যুবরণ করেন।

 

 

স্কুল কমিটির সভাপতি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন শাহিন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমি নিজে উপস্থিত থেকে ছেলেটিকে আমাদের পক্ষথেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে বাচাঁতে চেষ্টা করেছি। সৃষ্টিকর্তা হয়ত ওর হায়াত এতটুকু রেখেছে।

 

এদিকে তার মৃত্যুতে শিক্ষক শিক্ষার্থী, বন্ধুবান্ধব, অভিভাবকবৃন্দ সহ এলাকায় ন শোকের  ছায়া নেমে এসেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *