ফেনী :
ফেনীতে দেড় কোটি টাকা মুল্যের ১০টি স্বর্ণের বারসহ এক চোরা কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকায় একটি বাসে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার।

নিজ কার্যালয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রীজের উপর গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়।
এসময় দ্বিজেন্দ্র ধর নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার সেন্ডেলের সোল্ডে কসটেপ দিয়ে প্যাচানো ১০টি বার উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।
ধৃত দ্বিজেন্দ্র ধর চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে।