ফেনী:
আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে সোনাগাজী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোনাগাজীতে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাবেক এমপির রহিম উল্যাহর স্ত্রী পারভিন আক্তার, জাতীয় পার্টি মনোনিত মজিবুল হক মানিক, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি নুরুল আলম মিস্টার ও মহি উদ্দিন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সহ সভাপতি সাখাওয়াতুল হক বিটু, উপজেলা আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন ও আইয়ুব আলী হায়দার মনোনয়ন দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক শাহীনা আক্তার ও নুর জাহান বকুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহষ্পতিবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন।
তিনি জানান, আগামি ১৩ মে সোনাগাজী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ও ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।