ফেনী :
ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেছেন, আমার নির্বাচনি এলাকা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার সকল উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
উদ্বোধনী ফলকে তাঁদের নাম উদ্বোধক হিসেবে লিখতে হবে। যদি সেখানে স্থানীয় এমপি উপস্থিত থাকেন সেক্ষেত্রে সংসদ সদস্যের নাম নিচে লিখতে হবে।

সোমবার সকালে পরশুরাম উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহি অফিসার আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, সদস্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ মজুমদার ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার, পরশুরাম থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন প্রমুখ।
সাংসদ আরও বলেন, এলাকার উন্নয়নে আপনাদের সহযোগীতা ও আন্তরিকতা প্রয়োজন । দরকার হলে আমি প্রতিটি ওয়ার্ডে যাবো, সমস্যা ও সম্ভাবনা দেখার জন্য।