ফেনী :
ফেনীতে কিশোরগ্যাংয়ের দুর্ধর্ষ গ্রুপ প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প।
বৃহষ্পতিবার ভোরে শহরের রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাবের একটি দল।

জানাগেছে, ফেনী শহরের রামপুর এলাকার দুর্ধর্ষ কিশোরগ্যাং ‘এস.ডি.কে গ্রুপ’ প্রধান মোহাম্মদ রাব্বির নেতৃত্বে আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহষ্পতিবার ভোরে অভিযান চালিয়ে গ্রুপ প্রধান রামপুরের মোহাম্মদ মিলনের ছেলে মোঃ রাব্বি (২০), তার সহযোগী মোঃ ইউসুফ ছেলে মোঃ তৌহিদুল প্রকাশ সাগর (১৭) ও মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ ফখরুল (২০) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব -৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার সাদেকুল ইসলাম বলেন, ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোরগ্যাং বিরোধি অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।