সোনাগাজীর চর ইঞ্জিমানে গৃহবধু খুন | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাজেরা বেগম(২৮) নামের এক
গৃহবধু খুন হয়েছে। সে উপজেলার চর দরবেশ ইউনিয়ন ইঞ্জিমান গ্রামের আব্বাস
মাঝি বাড়ীর আনোয়ার আহম্মদের স্ত্রী ও ৫ সন্তানের জননী।

 

নিহতের ভাই সাংবাদিক মান্নান মুন্না বাংলারদর্পনকে বলেন, শনিবার সকাল ৬টার দিকে রান্না ঘরের পাশে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশ এবং আমাদেরকে খবর দেয় হাজেরার স্বামী আনোয়ার। তিনি আরও বলেন, স্বামী এবং পরিবারের কারো সাথে বিরোধ ছিলো না। তাই প্রাথমিকভাবে খুনের কারন জানা যায়নি।

 

হাজেরার স্বামী আনোয়ার আহম্মদ বাংলারদর্পনকে বলেন, ফযরের আজানের পর ওযু করার জন্য সবার আগে ঘর থেকে বের হয় হাজেরা। এক ঘন্টা পর আমি ঘর থেকে বের হয়ে দেখি তার রক্তাক্ত লাশ। অজ্ঞাত দুর্বৃত্ত উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের অপর ভাই সাইফুর রহমান। 

 

সোনাগাজী মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদ বাংলারদর্পনকে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর আধুনিক হাসপাতালে পাঠনো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *