ফেনী :
জেলা পর্যায়ে সমকাল ১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪মার্চ) সকালে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোমেনা আক্তার।
বিতর্ক উৎসব ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ।
তিনি বলেন, নারীশিক্ষা, ক্ষতিকর যোগাযোগ মাধ্যম, সমাজের দৃষ্টিভঙ্গি ও কুসংস্কারসহ সামাজিক ব্যধি নিয়ে শিক্ষার্থীদের যুক্তি-তর্কের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করা যায়। এতে শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরে এর সচেতনতামুলক প্রচার হয়। সমাজের প্রয়োজনীয় অসঙ্গতি চিহ্নিত করে, এসব বিষয়ে সচেতনতার লক্ষে বিতর্কের আয়োজন করায় সমকাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ভিসি।
বিতর্ক প্রতিযোগিতায় জেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। চুড়ান্ত পর্বে কামাল আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে এতে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমকালের জেলা প্রতিনিধি জাকের হায়দার সুমনের সভাপতিত্বে ও বিচারক মন্ডলির প্রধান অ্যাড. সাইফুজ্জামান শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন অ্যাড. মাহফুজুল হক, ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির, বিচারক মন্ডলির সদস্য সুদীপ দাস, আবদুল্লাহ আল ইউনুস, নিজাম উদ্দিন, সমকালের ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম, আজকের পত্রিকার পরশুরাম প্রতিনিধি আবু ইউছুফ মিন্টু প্রমুখ।