চট্টগ্রাম :
চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পিবিআই’র এসআই মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (২৭ জুন) রাত ২টার দিকে তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। মাসুদ রানা কক্সবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই এর এসআই হিসেবে কর্মরত আছেন।
কর্ণফুলী থানার ওসি জানান, ইয়াবা নিয়ে প্রাইভেটকারযোগে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে প্রবেশের সময় কর্ণফুলী এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করে র্যাব।
পরে মাসুদ রানাকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।