তানভীর আলম:
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এক কাউন্সিলর প্রার্থীর দেওয়া টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বাক বিতন্ডার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন কুমিল্লা শহরের কাটাবিল এলাকার চাল ব্যবসায়ী খোরশেদ আলম। তার নাম বলে কাউন্সিলর প্রাথীর কাছ থেকে টাকা নিয়ে একই এলাকার তানিম ও হারুণ টাকা না দেওয়াকে কেন্দ্র করে ঐ বাকবিতন্ডা হয়েছিল। ওই প্রার্থীর নাম এখনো পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পুলিশ জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।