শোক সংবাদ :
ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ মিজানুর রহমান (৫১) ৯জানুয়ারী মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
রবিবার সকালে অসুস্থ্য হয়ে পড়লে তাকে শহরের রাজাঝির দীঘির পাড়স্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন । মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ মেয়ে ও ১ ছেলে রেখে যান।
তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জেলা অা’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অাবু তাহের, সাধারন সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, ফেনী পৌরসভার মেয়র হাজী অালাউদ্দিন।