নিউজ ডেস্ক :
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লা ১১(চৌদ্দগ্রাম) আসনে চলছে ইউনিয়ন কমিটি পূর্নগঠনের কাজ এই লক্ষ্যে আগের নির্বাচিত পাটির কমিটি থাকলেও ইতিমধ্যে আলমগীর চেয়ারম্যান (লুংগি আলম) পূনরায় কমিটি গঠনের কাজ করছেন। চৌদ্দগ্রাম এই আসনে জাতীয় পাটি তে নেতৃত্ব নিয়ে এিমুখী দ্বন্দ্ব চলছে।
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও আইসিএল গ্রুপের চেয়ারম্যান এইচ এন শফিকুর রহমান আইনি জটিলতায় মনোনয়ন না পাওয়ার বিষয় টা অনেক টা নিশ্চিত এই কারনেই দলীয় চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম মজুমদার বিকল্প প্রার্থী হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। বিশেষ সূত্রে জানা যায় আলমগীর চেয়ারম্যান (লুংগি আলম) চাইছেন সমগ্র চৌদ্দগ্রামের ইউনিয়ন ভিওিক কমিটির কাগজ জমা দিয়ে আগামী নির্বাচনে মহাজোটের পক্ষে কাজ করার কথা বলে বর্তমান সাংসদ ও রেলওয়ে মন্ত্রীর সান্নিধ্যে আসা।
আমাদের প্রতিনিধি, জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম মজুমদার কে এ বিষয়ে জানতে চান তিনি বলেন আলমগীর চেয়ারম্যানের কোন কমিটি করার এখতিয়ার নেই। জগন্নাথ দীঘি ইউনিয়নের অনেক স্হানীয় নেতাকে কেন্দ্রীয় জাতীয় পাটির নির্দেশ আছে বলে কমিটি করার চেষ্টা করছেন, কিন্তু আলমগীর চেয়ারম্যান (লুংগি আলম) উনি যদি বলে থাকেন কেন্দ্রীয় নির্দেশ আছে এটা মিথ্যা কথা। উনি কেন্দ্রীয় সদস্য হলেও কেন্দ্রীয় কোন সভায় উনার কোন অংশ গ্রহণ নেই। এটা করে আওয়ামী লীগের হাত ধরে বাঁচতে চাইছেন। যে কোন মূল্যে এই পদক্ষেপ প্রতিহত করা হনে। জাতীয় পাটিকে বিক্রি করে নিজের অবস্থান তৈরী করার সুযোগ নেই।
এই সব কারনে চৌদ্দগ্রাম জাতীয় পাটির নেতা, কর্মীরা হতাশায় ভূগছেন।