সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ নেতা মুক্তিযোদ্ধা ইসহাক আর নেই > বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক আর নেই । সোমবার (৬এপ্রিল) সকাল ৯টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়ষ ছিল ৭২বছর। তিনি উপজেলার ইসমাইলপুর গ্রামের ইউনুস মোক্তার বাড়ীর বাসিন্দা। পারিবারিক সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

 

যুদ্ধকালীন কমান্ডার মোহাম্মদ শাহজাহান বলেন, মোহাম্মদ ইসহাক যুদ্ধকালে বাংলাদেশ ছাত্রলীগ সোনাগাজী থানা শাখার সভাপতি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন।

 

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে সোনাগাজীর রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তাঁর ব্যাক্তিগত যোগাযোগ ছিল। মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক সোনাগাজীর ঐতিহ্যবাহি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি বহু স্কুল, মাদ্রাসা , এতিখানা ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেনী -৩ আসনের সংসদ সদস্য জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধূরী, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মফিজুল হক, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ।

বাংলারদর্পন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *