ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোনাগাজী প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা

সোনাগাজী প্রতিনিধি:

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমেদ’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ’র সঞ্চালনায় ৫ এপ্রিল সন্ধ্যা ৬টায়  অনুষ্ঠিত হয়।

করোনার প্রাদুর্ভাবের কারণে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ভিডিও কলের মাধ্যমে কল কনফারেন্স করে মিটিং সম্পন্ন করা হয়।

এতে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সহসভাপতি মেহরাব হোসেন মেহদী, জহিরুল হক খাঁন সজীব, সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন, বাহার উল্যাহ বাহার, প্রচার সম্পাদক আবদুর রহিম, নির্বাহী সদস্য রাসেল চৌধুরী, ডা. শুকলাল দেবনাথ, দপ্তর সম্পাদক আফতাব হোসেন মমিন ভূঞা, সাহিত্য সম্পাদক মহিউদ্দিন খোকন

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে সারাদেশে গণমাধ্যম কর্মীগণ পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। দুর্ণীতিবাজ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা তাদের অপকর্ম প্রকাশ হওয়ার ভয়ে সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধা দিয়ে ও লাঞ্ছিত করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায়। সাম্প্রতিক সময়ে সোনাগাজীতে কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হয়।

সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ বারবার সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। করোনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক নাহলে জনসচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করবে সোনাগাজী প্রেসক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *