ফেনী :
ফেনীর সোনাগাজীতে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রির দায়ে তিন যুবকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম. অনীক চৌধুরী।

জানাগেছে, উপজেলার বগাদানা ইউনিয়নের কাটাখিলা নামক স্থানে কৃষি জমির মাটি কর্তন করায় ওই গ্রামের জোনাব আলীর ছেলে এরফানুল হক সুমন (৩২) কে ৪০ হাজার টাকা, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বজলুর রহমানের ছেলে মো: বেলাল (৪০) কে ৩০ হাজার টাকা ও কবিরহাট উপজেলার জসিম উদ্দিন ইমরান হোসেন (২২) কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম. অনীক চৌধুরী বলেন, কৃষিজমির মাটি কাটার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে দু’জনের ৭০ হাজার টাকা জরিমানা ও একজনের কারাদণ্ড দেয়া হয়।
তিনি বলেন, এ অভিযান অব্যহত থাকবে।