ফেনী :
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগনের সাথে বিচ্ছিন্ন হলেও বিদেশীদের সাথে যোগাযোগ রক্ষায় স্বাচ্ছন্দ্য বোধ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পেয়ে অসুস্থতার ভান করে নেতাকর্মী থেকে দুরে আছেন। কিন্তু আমেরিকান প্রতিনিধিদল আসার খবর পেয়ে তিনি সুস্থ্য হয়ে গেলেন। প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করে নালিশ করলেন। নালিশ করা তাদের পুরাতন অভ্যাস।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভুঞায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এর আগে দাগনভূঞা পৌরসভার জিরোপয়েন্টে ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন সেতুমন্ত্রী।
এরপর দাগনভুঞা আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল প্রমুখ।