ফেনী :
ফেসবুকে কমেন্টস করার জেরে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন যুবলীগের সদস্য ওমর হাসান রাহাতে হত্যার হুমকি দিয়েছে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। শনিবার বিকালে ফেনী ফাইভস্টার রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই যুবলীগ নেতা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, একসময় চেয়ারম্যান সেলিমের ঘনিষ্ঠ ছিলাম। হঠাৎ ফেসবুকে একটি কমেন্টস করাকে কেন্দ্র করে চেয়ারম্যান সেলিম আমাকে টেলিফোনে হুমকি দিয়ে বলে ‘গ্রামে থাকতে চাস, নাকি ধাইতে চাষ? এলাকায় থাকতে চাইলে কমেন্টস ডিলেট কর’। এছাড়া মা-মাসি তুলে অকথ্য ভাষায় গালি-গালাছ করে।
তিনি আরও বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, সাংবাদিকদের মাধ্যমে আমি আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।
এ ঘটনায় গত বৃহষ্পতিবার ফেনী আদালতে মামলা করেন ভুক্তভোগী যুবলীগ নেতা রাহাত।
চেয়ারম্যান -রাহাতের কথোপকথনের একটি অডিও রেকর্ডে হুমকির বিষয়টি নিশ্চিত হয়েছেন প্রতিবেদক।
এ ব্যপারে ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম জানান, রাহাত আমাদের দলীয় কর্মী। ফেসবুকে কমেন্টস নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।