সোনাগাজীতে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভুত : ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি | বাংলারদর্পণ

ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামে আরব আলী মুন্সী বাড়ীর খতিব আবদুল করিম নিজামীর বসতঘর ভস্মিভুত হয়। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

আজ ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

মতিগঞ্জ জামে মসজিদের সাবেক খতিব আবদুল করিম নিজামীর জামাতা সাংবাদিক বাহার উল্লাহ জানান, স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সোনাগাজীর দমকল বাহিনির সদস্যরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন।

ওই সময় আগুনে ঘরের মুল্যবান আসবাপত্র,স্বর্ণালঙ্কার, নগদ টাকা পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *