সোনাগাজী: বুধবার সকাল সাড়ে ১১টায় জিরোপয়েন্টস্থ উষা ফার্মেসীতে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে ।
এসময় উষা ফার্মেসীতে ১০হাজার টাকা জরিমানা ও অানুমানিক ২হাজার টাকার অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে।
অভিযান চলছে……