ফেনী :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, ফেনী-১ নির্বাচনি এলাকা ভিআইপি আসন। এখানকার ভোটারদের ভোট নিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন আবার অনেকে এমপি হয়েছেন। মানুষের কাঙ্খিত উন্নয়ন হয়নি, নির্বাচিত প্রতিনিধিদের ভাগ্যের উন্নতি হয়েছে ঠিকই।

এবার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি নির্বাচিত হলে ইনশাল্লাহ এই এলাকার সাধারন মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং সন্ত্রাসমুক্ত হবে ফেনী।
বৃহষ্পতিবার বিকালে ছাগলনাইয়া আজিজিয়া কাসিমুল উলুম মাদরাসায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, ৭ জানুয়ারি ভোট বিপ্লবে অংশ নিন, উন্নয়নে অংশীদার হোন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের মত, স্মার্ট ফেনী গড়ে তুলব ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। কেউ কাউকে বাধা দিবেনা।
ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা আ’লীগের সহ সভাপতি খায়রুল বশর মজুমদার, ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মেজবাউল হায়দার, উপজেলা আ’লীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা আ’লীগ সভাপতি আবদুল আলিম, সাধারন সম্পাদক হারুন মজুমদার প্রমুখ।