সোনাগাজী-দাগনভুঞার উন্নয়নের জন্য লাঙ্গলে ভোট দিন : মাসুদ চৌধুরী

ফেনী :

ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী আমার সমর্থনে দলের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।


জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠন আমাকে সমর্থন দিয়েছেন। নির্বাচনি এলাকার জনগনের সমর্থন পেলে ইনশাল্লাহ জয়লাভ করবো। ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দেবেন, আগামী পাঁচ বছর সোনাগাজী ও দাগনভুঞার উন্নয়ন করবো এবং আগের চেয়ে শান্তিতে থাকবেন ইনশাল্লাহ। সোনাগাজী- দাগনভুঞায় স্মার্ট জেনারেশন তৈরিতে সকলের সহযোগীতা চাই।

বৃহষ্পতিবার বিকালে সোনাগাজী জিরোপয়েন্টে আওয়ামী লীগের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ চৌধুরী বলেন, নির্বাচনি এলাকার উন্নয়নে সময় ব্যায় করেছি, নিজের ও পরিবারের উন্নয়নের কথা কখনো ভাবিনি, আপনারাই আমার পরিবার।

এসময় বক্তব্য দেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মনজুরুল আলম শাহীন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, এফবিসিসিআই’র সহ সভাপতি শমি কায়সার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রফেসর মফিজুল হক, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খোকন।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রফেসর মফিজুল হকের সভাপতিত্বে ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য আবদুর রহিম মানিক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ দীন মোহাম্মদ, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান রাসেল প্রমুখ।

এর আগে দিনব্যাপী আমিরাবাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আ’লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন মাসুদ চৌধুরী।

#বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *