সোনাগাজীতে যুবলীগ নেতাকে হত্যা

ফেনী প্রতিনিধি :
ফেসবুক স্ট্যাটাসের জেরে সোনাগাজীতে এক যুবলীগ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে তার শয়নকক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
তার নাম মোকসুদ আলম বিপ্লব (৩৫)। সে উপজেলার চরখোয়াজ গ্রামের চুনিমাঝি বাড়ীর নুরুল হক খোকার ছেলে ও সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার জানান, পুর্ব শত্রুতার জেরে পুলিশকে ম্যানেজ করে একটি মিথ্যা মামলায় বিপ্লবকে আসামি করিয়েছিল ইউপি চেয়ারম্যানের স্বামী ও উপজেলা আ.লীগের সদস্য মোহাম্মদ রফিক। এর প্রতিবাদে ফেসবুকে গত মঙ্গলবার একটি স্টাটাস দেয় বিপ্লব। স্ট্যাটাসের জেরে বিপ্লবকে হত্যার হুমকি দেয় রফিক ও তার সহযোগিরা।

সকালে শয়নকক্ষে বিপ্লবের ঝুলন্ত লাশ দেখে বাড়ীর লোকজন তাকে মুঠোফোনে জানিয়েছেন। ঘটনার সময় তিনি বাপের বাড়ীতে ছিলেন। বাড়ীর লোকজনের বরাত দিয়ে তিনি আরো বলেন, মঙ্গলবার মধ্যরাতে কয়েকজন মুখোশধারী বিপ্লবের ঘরে এসেছিল । তাদেরকে বাড়ীর কেউ চিনতে পারেননি , মধ্যরাতে ঘরে ওই ঘরে ব্যপক শোর-চিৎকার শোনা গেছে।

আগের রাতে ফেসবুকে দেয়া একটি ভিডিও বার্তায় বিপ্লব বলেছেন, মিথ্যা মামলার প্রতিবাদ করায় রফিক ও তার সহযোগিরা তাকে হত্যার হুমকি দিয়েছেন । তার কিছু হলে রফিকই দায়ী।

এ ব্যপারে উপজেলা আ.লীগ সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমার স্বামী মোহাম্মদ রফিক বলেন, বিপ্লবের সাথে আমার কোন শত্রুতা নেই। সে আমার দলের নিবেদীত কর্মী হয়েও কেন ফেসবুকে আমার বিরুদ্ধে লিখেছিল তাও জানিনা।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন বলেন, বুধবার লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়টি জানাযাবে। এছাড়া এ সংক্রান্ত আগের ফেসবুক স্ট্যাটাস ভিডিওসহ কিছু তথ্য উপাত্ত পাওয়া গেছে সেসব যাচাই করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *