ফেনী:
ফেনী সাংবাদিক ইউনিয়ন-এফইউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে পৌর মেয়রের কক্ষে এফইউজের সুধি সমাবেশের ক্রেস্ট, উত্তরীয় ও ম্যাগাজিন সাংসদের হাতে তুলে দেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, নির্বাহী সদস্য শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির, সদস্য রাজন দেবনাথ, এমএ জাফর, মো. আলাউদ্দিন, মাসুম বিল্যাহ ভুঞা প্রমুখ।
এ সময় জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সফল সুধী সমাবেশ আয়োজন করায় ফেনী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
সরকারের উন্নয়নের চিত্র ধারাবাহিকভাবে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি। ফেনীর সকল সাংবাদিক সংগঠন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান সাংসদ নিজাম হাজারী।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি এফইউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদেশ সফরে থাকায় সাংসদ নিজাম হাজারী ওই সমাবেশে উপস্থিত থাকতে পারেননি।