সোনাগাজীতে গণধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত যুবদল নেতা গ্রেফতার

ফেনী:
ফেনীর সোনাগাজীতে মায়ের সামনে এক কিশোরিকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানার পুলিশ রোববার রাতে ফেনীর মিজান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের আবুল কালামের ছেলে ও ইউনিয়ন যুবদলের সাবেক সহ সম্পাদক।
পুলিশ জানায়, ২০০৩ সালের ১৩মে মধ্যরাতে
উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে সনাতন ধর্মের একটি পরিবারের মা-মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে ভোরবাজারস্থ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে মায়ের সামনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন যুবদল কর্মীরা। এ ঘটনায় ওই কাশোরীর মা বাদী হয়ে পরদিন যুবদলের চার নেতার নাম উল্লেখ করে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে গত ১৪ জুলাই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার তিন আসামির মৃত্যুদন্ড ও এক আসামিকে খালাসের রায় ঘোষণা করেন। একইসাথে প্রত্যেক দন্ডপ্রাপ্তকে ২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন । মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন যুবদল নেতা আবুল কাশেম(৪৫), মো. লাতু ও জাহাঙ্গীর আলম(৪৪)। খালাস পেয়েছেন যুবদল নেতা মোহাম্মদ ফারুক। রায় ঘোষণার পর থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামি পলাতক ছিলেন।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন বলেন, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News

ফেনী পৌরসভার হঠাৎ পদক্ষেপে দিশেহারা গ্যারেজ মালিক ও কর্মচারি
ফেনী: যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে ফেনী পৌরসভার গৃহিত হঠাৎ পদক্ষেপে দিশেহারা হাসপাতাল রোডেরRead More

সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি শুরু
ফেনী: সমুদ্রস্নাত সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহি ও একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় ‘সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলটRead More