নোয়াখালীতে ট্রাক চাপায় পথচারী যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ট্রাক চাপায় পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত সুজন (৩২) উপজেলার কেশারপাড় গ্রামের দলিলুর রহমানের ছেলে।

সোমবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের মতইন মগ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, উপজেলার সেনবাগ বাজার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে কানকিরহাটের দিকে একটি বেপরোয়া গতির ট্রাক যাত্রা করে। যাত্রা পথে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের মতইন মগ বাড়ির সামনে পথচারী সুজনকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করে।

অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেনি। নিহতের যুবকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *