সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে পূর্ব শত্রুতার জেরে উপজেলা ছাত্রদলের আহবায়ক মাইনুল হক’র (২৭) হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১আগস্ট) দুপুরে উপজেলার থাক খোয়াজের লামছিতে একটি মৎস্য খামারে এ ঘটনা ঘটে।
মাইনুলের বড় ভাই এডভোকেট হাসান মাহমুদ মামুন জানান, দুপুরে উপজেলার থাক খোয়াজের লামছিতে নিজ মালিকীয় একটি মৎস্য খামারে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা করে। তাকে লোহার রড় ও লাঠি দিয়ে পিটিয়ে ডান হাত ও ডান পা ভেঙে দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরো জানান, তার চাচাতো ভাই শফিকুল মাওলাদের সাথে ভূমি সংক্রান্ত বিরোধ রয়েছে । সেই বিরোধের জেরে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এবং ওইসব ঘটনায় কয়েকটি মামলা ফেনী আদালতে বিচারাধিন।
শফিকুল মাওলা বলেন , ঘটনার সময় তিনি ফেনী শহরে কর্মস্থলে ছিলেন । এ ব্যপারে তিনি কিছুই জানেন না।
এদিকে, আহবায়কের উপর হামলার ঘটনায় সোনাগাজী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলারদর্পণ