প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরে ৫ তলা ভবনে চোলাই মদ তৈরির কারখানা করে দীর্ঘ দিন ধরে মদ উৎপাদন করছিল একটি চক্র। পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ওই চক্রের ১২ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ। আজ বিকেলে মহানগর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপকমিশনার রেজোয়ান আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাঙ্গামাটির ধনমনি চাকমা, রুনা চাকমা,পহেলা চাকমা, রিতন চাকমা, খাগড়াছড়ি জেলার মংসান মারমা, অনিল চাকমা, বিবরণ চাকমা, এপোলো চাকমা, লোচন চাকমা, নার্সিং চাকমা, স্মৃতিময় চাকমা ও নোয়াখালী জেলার রাতুল মিয়া
অতিরিক্ত উপকমিশনার রেজোয়ান আহমেদ বলেন, গাজীপুরের লক্ষ্মীপুরা মধ্যপাড়ায় ভবনের ভেতরে চোলাই মদ তৈরীর কারখানা রয়েছে এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়। এসময় স্থানীয় তৌহিদ উদ্দীনের মালিকানাধীন ৬ তলা বিল্ডিংয়ের ৫ম তলার ৪ টি ইউনিটের প্রতিটি কক্ষ থেকে চোলাই মদ তৈরির কাঁচামাল, সরঞ্জাম ও রাসায়নিক উপকরণসহ আনুমানিক ৮০০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এছাড়া বিক্রির জন্য প্রস্তুত ৩০ লিটার চোলাই মদসহ ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ির বাসিন্দা পলাতক আসামী মেরিট চাকমা ও তার স্ত্রী মল্লিকা দেবী চোলাইমদ তৈরী ও ব্যবসা পরিচালনায় নেতৃত্ব দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে জানান এই পুলিশ কর্মকর্তা।