ফেনী প্রতিনিধি:
ফেনীর ফতেহপুর এলাকা থেকে ৪০কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৭ ।
র্যাবের ফেনী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সাদেকুল ইসলাম বলেন, আজ (২৮আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরস্থ স্টার লাইন এলপিজি ফিলিং ষ্টেশন এর সামনে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে কুমিল্লার সদর দক্ষিন থানার চারু মিয়ার ছেলে মোঃ জিলানী (২৫) ও কোতয়ালী থানার হাফেজ আহাম্মদ’র ছেলে হাসান আহাম্মদকে আটক করা হয় ।
তাদেরকে তল্লাশি করে তিনটি প্লাস্টিকের দুইটি পাটের বস্তার ভিতর হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন , ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী , নোয়াখালী , চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে ।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা । গ্রেফতারকৃত আসামীদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফেনী থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।