নিজস্ব প্রতিবেদক :
সরকারি প্রকল্পে অনিয়মের সংবাদ প্রকাশ করায় ডেইলি বাংলাদেশ চট্টগ্রাম ব্যুরো প্রধান আবু মুছা জীবনকে ভুজপুরের দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম প্রাণ নাশের হুমকি দেওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন সাংবাদিক আবু মুছা জীবন। সোমবার দুপুরে চট্টগ্রাম সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলালউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত শুনানি শেষে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবি অ্যাড.মো.আরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫০০ ও ৫০৬ ধারায় দায়ের করা মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত ।
মামলার বিবরণ সুত্রে জানা যায়, ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য সরকার ৪০ দিনের কর্মসূচি প্রকল্প নেয়া হয়েছে। সেই প্রকল্পে সোয়া কোটি টাকা লোপাটের অভিযোগ উঠে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং ডিসির কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগে পর এ বিষয়ে গত ২৩ জুলাই ডেইলি বাংলাদেশ এ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের জের ধরে দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম ক্ষুব্ধ হয়ে সাংবাদিক আবু মুছা জীবনকে দেখে নেয়ার হুমকি দেন বলে জানান সাংবাদিক আবু মুছা জীবন।