গাজী মোঃ হানিফ:-
সোনাগাজীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে ২৭তম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ ২৭শে আগস্ট সোমবার বিকালবেলা সোনাগাজী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সভাপতি মু. জাবের হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম মিয়াজীর সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রিন্সিপ্যাল মাওলানা আতাউর রহমান আরেফী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ নুরুল করিম আকরাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশে ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞাঁ) আসন থেকে সম্ভাব্য সংসদসদস্য পদপ্রার্থী মাওলানা আবদুর রাজ্জাক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা ইসমাঈল আল হাবীব, ফেনী জেলার উপদেষ্টা মাওলানা মুফতি আহসানুল্যাহ, ওমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আজমী, কুয়েত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম সারোয়ার সিরাজী।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান ফরহাদ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা সেক্রেটারি মাওলানা হাফেজ সানাউল্যাহ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ জাকারিয়া, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলা প্রশিক্ষণ সম্পাদক মোহতাছিম বিল্লাহ রাসেল, ইসলামী যুব আন্দোলন সোনাগাজী উপজেলা সিনিয়র সহ-সভাপতি মুফতি দিলওয়ার হোসাইন প্রমুখ।
সমাবেশ শুরুর পূর্ব মুহূর্তে সংগঠনের নেতাকর্মীদের র্যালী সোনাগাজী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।