ফেনী :
ফেনী শহরতলির ৯নং ওয়ার্ডের শান্তিধারা আবাসিক এলাকার পেয়ার প্যালেস নামে একটি ভবনের নিচ তলা থেকে সূচনা আক্তার (৩৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।
তার স্বামীর সাথে পারিবারিক কলহ চলছিল বলে স্থানীয় বাসার দারোয়ান জানান। তিনি আরো জানান, সুচনার স্বামী সোহাগ সম্প্রতি আরেকটি বিয়ে করেছেন । এর পর থেকে দ্বন্ধ চলছিল । এরই জেরে সুচনা আত্মহত্যা করতে পারেন । ঘটনা পর থেকে স্বামী পলাতক ।
সূচনা ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বড়ইয়া গ্রামের মৃত আব্দুল করিম ও সাবেক মহিলা মেম্বার মাহমুদা আক্তারের মেয়ে।
ফেনী থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানিয়েছেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ।