নিয়াজ মোহাম্মদ:
বরিশাল নগরীর কাশিপুরে অভিযান চালিয়ে তিন লাখ পিস বাগদা রেণুসহ আটককৃত ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৯ এপ্রিল ২০১৭) ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়ার নির্দেশ দেন।
র্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সহকারী পরিচালক মোঃ হাছান আলীর নেতৃত্বে র্যাবের বিশেষ আভিযানিক দলটি কাশিপুর বাজার সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে তল্লাশী চালায়। এসময় ট্রাকের মধ্যে ১৪টি ড্রামে রক্ষিত তিন লাখ পিস চিংড়ি রেণু জব্দ করে।
রেণু বহনের অভিযোগে মোঃ আমির হোসেন(৩৫), মোঃ শেখ মিন্টু(৩০), মোঃ মোক্তার হোসেন, মোঃ শীফ(৪৫), মোঃ আবু সাইদ(৩০), মোঃ রিয়াজ (২৬), মোঃ মনির(২০), মোঃ তৈয়ব হোসেন সরদার(৩০), মোঃ ফারুক(৩০) ও মোঃ ইউনুছকে (২৪) আটক করে। আটককৃতদের বাড়ী ভোলা জেলার রামদাশপুর গ্রামে।
আটককৃতদের ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করে ছেড়ে দেয়ার নির্দেশ দেন বিচারক নাজমুল হোসাইন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।