সন্দ্বীপে ইউনিয়ন বিএনপির কমিটিতে আওয়ামীলীগ কর্মী

সাব্বির রহমান,সন্দ্বীপ :
গতকাল সন্দ্বীপ উপজেলা বিএনপির ৮টি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের ও সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।।

এতে হাসানুজ্জামান মামুন চেয়ারম্যানকে আহ্বায়ক,

জয়নাল আবেদীন বাকেরকে যুগ্ম আহ্বায়ক ও শফিকুর রহমানকে সদস্য সচিব করে রহমতপুর ইউনিয়ন,

জাহাঙ্গীর হোসেনকে আহবায়ক ও মোঃ মোক্তাদের মাওলাকে সদস্য সচিব করে হারামিয়া ইউনিয়ন,

মোঃ গাজী হানিফকে আহ্বায়ক ও শওকত আলী রাজুকে সদস্য সচিব করে সারিকাইত ইউনিয়ন,

মুক্তিযোদ্ধা সোলাইমান বাদশাকে আহ্বায়ক ও মোঃ ইদ্রিস আলমকে সদস্য সচিব করে মুছাপুর ইউনিয়ন,

আবদুর রহিমকে আহবায়ক ও নুরুল আফসারকে সদস্য সচিব করে গাছুয়া ইউনিয়ন,

সালাউদ্দিন চৌধুরী চেয়ারম্যানকে আহবায়ক ও মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে বাউরিয়া ইউনিয়ন,

সাইফুল ইসলাম টুটুলকে আহবায়ক ও ইব্রাহিম রাজুকে সদস্য সচিব করে মাইটভাঙ্গা ইউনিয়ন,

কাউছার চেয়ারম্যানকে আহবায়ক ও ফখরুল ইসলামকে সদস্য সচিব করে মগধরা ইউনিয়ন মিলিয়ে মোট ৮টি ইউনিয়ন বিএনপি কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে গাছুয়া ইউনিয়ন কমিটির আহবায়ক আবদুর রহিমককে নিয়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন।

এছাড়াও ১৯৯১ সালে সংসদ নির্বাচনের আগে হক সাহেবের বাজার এলাকায় বিএনপির মিছিলে বোমা হামলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে হারামিয়া ইউনিয়নে ফসিউল আলম রহিম, লায়ন নাছির ও আলাউদ্দিনের মতো হেভিওয়েট প্রার্থী বাদ পড়ায় রয়েছে ব্যাপক গুঞ্জন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর বলেন, গাছুয়া ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক আবদুর রহিম তার গোষ্ঠীর স্বার্থে নৌকার নির্বাচন করেছে ঠিক তবে ৯১সালে হামলার বিষয়ে তার সম্পৃক্ততা আমার জানা নাই আর হারামিয়া ইউনিয়নে নতুন নেতৃত্ব সৃষ্টির জন্য কাজ করা হয়েছে।

এবিষয়ে উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, লায়ন নাছির, আলাউদ্দিন ও ফসিউল আলম রহিমকে বাদ দিয়ে কমিটি করাটা দুঃখজনক এবং গাছুয়ার আবদুর রহিমের বিষয়টা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *