অসহায়-দুস্থদের মাঝে ত্রান বিতরন করলো রামগড়ে ৪৩ বিজিবি

রামগড় প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রান সামগ্রী অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করলো ৪৩ বিজিবি ।

২৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় রামগড় ৪৩ বিজিবি’র সদর দপ্তরে জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর সৈয়দ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার অসহায় ও দুস্থ ৭৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় অসহায় মানুষদের সহায়তা করে আসছে, আগামীতেও এধরনের সহায়তা অব্যাহত থাকবে। ত্রাণবিতরণ এর সময় আরও উপস্থিত ছিলেন রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ সহ বিজিবির কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *