জাহিদ হাসান জিহাদঃ টঙ্গীতে ব্রাইড এডাকশন এন্ড রিহেবিলিটিশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বার্ডার উদ্যােগ শারীরিক ও মানষিক প্রতিবন্ধী রােগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য সিডিডি’র সহযােগিতায় চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান বুধবার গাজীপুর সিটি কর্পােরেশন ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। মানষিক অসুস্থ¯্যতা নিরুপন ক্যাম্প উদ্বােধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসব বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পােরেশনের কাউন্সিলর আলহাজ্ব মাে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিনা আক্তার, শহীদ তাজউদ্দিন মডিকেল কলেজ হাসপাতালের মনােরােগ বিশেষজ্ঞ বিভাগের সহকারী অধ্যাপক ডা: মাে জুবায়ের মিয়া, সিডিডির প্রতিনিধি সৈয়দ আব্দুস সালাম, শহীদ আহসান উল্লাহ মাষ্টার উচ বিদ্যালয়র সহকারী প্রধান শিক্ষক মাে শরীফ হােসেন, বার্ডার সিডিআরপি কামরুনাহার মিরা, পিএম আব্দুল জলিল, এফএক্স বর্ডির সদস্য আবু সাইদ, রেখা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, বার্ডার উদ্যাগ মনােরােগ বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা সমাজের শারীরিক ও মানুষিক রােগীদের বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তা প্রতি মাসেই শারীরিক ও মানুষিক রােগীদের অসুস্থ¯্যতা নিরুপন ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।