রাণীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মঙ্গলবার সন্ধ্যায়  রয়েল হােসেন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রয়েল উপজেলার পারইল ইউপি’র বিল-পালশা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরে রাজধানী ঢাকায় একটি গার্মেন্টসে কাজ  করতেন রয়েল হােসেন। তখন থেকেই সে জন্ডিস ও কিডনী রােগে আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসাও করে। ধীরে ধীরে রয়েল অক্ষম হয়ে পড়লে ঢাকা থেকে নিজ বাড়ি বিল-পালশা চলে আসেন। চা বিক্রেতা গরীব পিতা আব্দুল মান্নান তার ছেলে রয়েলকে যথাস্বাধ্য মত চিকিৎসা করেও কােন লাভ হয়নি। অসহ্যতার কারণে হঠাৎ করে মঙ্গলবার সন্ধ্যায় সবার অজান্তে ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে রয়েল আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্র জানা গছ। এব্যাপার রাণীনগর থানার অফিসার ইনচার্জ মাস্তাফিজুর রহমান জানান, রয়েল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রােগ আক্রান্ত হয় অসহ্যতায় ভুগছিল। হয়তাে সেই কারনে সে আত্মহত্যা করেছে। তবে এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *