গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় তাক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায় নি জয়দেবেপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় লোহাগাছ মোল্লা বাড়ীর পাশে বুধবার সকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নীচে এক যুবক কাটা পড়ে।