ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ইন্টারনেট (ওয়াইফাই )সংযোগের লাইনের তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দিন প্রকাশ চন্দন (২৮) নামের এক যুবক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি ) বেলা সাড়ে ১১টারদিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর ১নম্বর ওয়ার্ডের বটতলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন চন্দন পাশ্ববর্তী ৮নং বীজবাগ ইউনিয়নের বক্সীর বাদশা মিয়া চৌকিদার বাড়ির মো.সাহাব উদ্দিন ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দন মঙ্গলবার বেলা সাড়ে ১১টারদিকে সহকর্মীদের নিয়ে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ লাইনের তার বৈদ্যুতিক খুটির সঙ্গে টানানোর সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুটি থেকে ছিটকে নিছে মাটিতে পড়ে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুক উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনা থানায় কেউ অবহিত করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *