চট্টগ্রাম ব্যুরো :
শিক্ষাবান্ধব সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় ও রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাউজানের স্বনামখ্যাত ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে ৩য় বারের মতো আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রাক-সমাপনী পর্ব আজ ১৪ মে সোমবার রাউজান এ.কে.এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ১ম অধিবেশনে রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল তালুকদারের সভাপতিত্বে “সংস্কৃতির বিকাশে অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা মুখ্য ভূমিকা পালন করে” বিষয়টির পক্ষে কদলপুর স্কুল এন্ড কলেজ ও বিপক্ষে গশ্চি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে বিজয় লাভ করে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় গশ্চি উচ্চ বিদ্যালয়। ২য় অধিবেশনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আজাদি বাজার শাখার ব্যবস্থাপক সোহরাব হোসাইনের সভাপতিত্বে “পরিবেশ দুষনে আইনের অপেক্ষা জনসচেতনতাই অধিক কার্যকর” বিষয়টির পক্ষে রাউজান আর.আর.এ.সি আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে ফতেহনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। এতে বিজয়ী হয়ে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ লাভ করে রাউজান আর.আর.এ.সি আদর্শ উচ্চ বিদ্যালয়।
আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৮ এর যুগ্ম আহবায়ক মাকসুদুল আলম সুমনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান। বিচারকের দায়িত্ব পালন করেন দৃষ্টি চট্টগ্রাম এর সহ-সম্পাদক সাদমান সাকিব জিসান, দৃষ্টি চট্টগ্রাম এর সহ-সম্পাদক মুন্না মজুমদার ও দৃষ্টি চট্টগ্রাম এর উপ-সম্পাদক হাসান জাদিদ মাশরুখ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তপন দে, ওয়াহেদ বাবলু, সিরাজুল মুনির শাওন।
সেন্ট্রাল বয়েজ অব রাউজান কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, যুগ্ন সম্পাদক আসিফ জাহান, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, অর্জন বড়ুয়া, ইকবাল হোসেন, সাহেদ হোসেন, ওমর ফারুক মনি, তারেক হাসান, আবু বক্কর আরফাত, আবু হানিফ টিপু, আবদুল মোতালেব সোহেল, রাকিব বিন জাহাঙ্গীর, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আরমান, আরিফ আহমেদ, মনির খান ইম্পু, আরমান উদ্দীন, ফরহানুল ইসলাম, তাজনবী ইমন, ইশতিয়াক রাকিব, আরফান গণি ফাহিম, মোস্তফা মনির প্রমুখ। আগামী ঈদ-উল ফিতরের পর জমকালো আয়োজনের মাধ্যমে রাউজানের বহুল আলোচিত এই আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।