হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে মৃত অবস্থায় একটি ডলফিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) নদীর লাঙ্গলমোড়া ইউনিয়নের তেরপালি খালের মুখ থেকে ডলফিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, আইডিএফ স্বেচ্ছাসেবক মোঃ জসিম উদ্দিনের মাধ্যমে স্থানীয় মেম্বারের সহযোগিতায় হালদা নদীর তীরবর্তী অঞ্চল লাঙ্গলমোড়া ইউনিয়নের তেরপালি খালের মুখ থেকে ডলফিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা ডলফিনটি ৬০ ইঞ্চি লম্বা। ডলফিনটির আনুমানিক ওজন ৩৫ কেজি। সুরতহাল অনুযায়ী ডলফিনটির মুখে এবং দেহে ক্ষত চিহ্ন রয়েছে। মুখে জাল আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে এটি হালদা রিভার রিসার্স ল্যাবেটরিতে সংরক্ষণ করা হয়েছে । এ নিয়ে হালদা নদী থেকে ৩৪তম মৃত ডলফিন উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *