কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৬ ডিসেম্বর রবিবার নেওয়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের মানোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজার রহমান মুকুল, নৌকা প্রতীক, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী দুইবারের চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জাকিয়া সুলতানা আনারস প্রতীক (বিএনপি সমর্থিত),স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মটর সাইকেল প্রতীক এবং ইসলামী শাসনতন্ত্র আব্দুল মান্নান হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেন।
উক্ত নির্বাচনে নৌকা-৫৩৩০, লাঙ্গল-৪৪০৬, স্বতন্ত্র প্রার্থী আনারস-৩৭৮২, স্বতন্ত্র প্রার্থী মটর সাইকেল-৭৭২ ও হাতপাখা-৯২৭ ভোট পেয়েছেন।
নৌকা প্রতীকের প্রার্থী মো: মাহফুজার রহমান মুকুল ৫৩৩০ভোট পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী লাঙ্গল প্রতীক পেয়েছেন ৪৪০৬ ভোট।