মাে: আফজাল হােসেন :
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১৩ দফা ও ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের সমন্বয় কমিটির ৬ দফা দাবি আদায়ে খনি এলাকায় বিক্ষােভ মিছিল ও ধর্মঘট অব্যাহত।
রবিবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করেছে। আন্দােলনকারীরা গত ১২ মে শনিবার খনি কর্তৃপক্ষকে আলটিমেটাম দেয়। তাদের দাবি দাওয়া মেনে নিলে তারা আন্দােলনে যাবেনা। কিন্ত খনি কর্তৃপক্ষ ২টি সংগঠনের দাবি মেনে না নেওয়ায় তারা অাজ সকাল ৬টা থেকে খনি চত্তর এলাকায় বিক্ষােভ মিছিল শুরু করে।