সুমন আলী খান : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। অনেক জল্পনা-কল্পনার অবশান শেষে ওই কমিটির অনুমােদন দেয় বাংলাদেশ ছাত্রলীগ। হবিগঞ্জ জেলা ছাত্রলীগ এ খবর নিশ্চিত করেছে। ছাত্রলীগের উপজেলা ও পৌর কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরােধ চলে আসছিল। কদ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সাহাগ, সাধারন সম্পাদক এসএম জাকির হােসেন তাদের মেয়াদের শেষ মুহুর্তে ওই দুটি কমিটির অনুমােদন দেন। এবারের উপজেলা ছাত্রলীগের কমিটিতে শাহ ফয়সল তালুকদারকে সভাপতি ও মাহবুবুর রহমান রাজুকে সাধারন সম্পাদক অপরদিকে পৌর শাখার কমিটিতে বাবলু আহমদকে সভাপতি ও সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য শুভ্রকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমােদন দেওয়া হয়েছে।
বাংলারদর্পন।