সোনাগাজী সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের মতিবিনিময়

 

সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের মতিবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়।


মঙ্গলবার বিকাল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে উক্ত মতিবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সমিতির
সভাপতি মো. হুমায়ুন কবির, সিনিয়র  সহ সভাপতি মো. অাবু তৈয়ব,   সহ সভাপতি মোহাম্মদ এমদাদুল হক,  মোহাম্মদ তাজুল ইসলাম,   হোসাইন অাহম্মদ,  রফিক উল্যাহ,  মো. নিজাম উদ্দিন,  শামছুন নাহার,  আরজু মনোয়ার,  নাজমা আক্তার, সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন,  সিনিয়র  যুগ্ন সাধারন সম্পাদক নুরুল অালম, প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন কাঞ্চন,  সাধারন সম্পাদক অাবুল হোসেন রিপন, দপ্তর সম্পাদক সৈয়দ মনির অাহমদ। অারো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি শহীদুল ইসলাম, সাহিত্য সম্পাদক ওমর ফারুক,  সদস্য সমিন ভুঞা, শিক্ষক সমিতির  যুগ্ন সাধারন সম্পাদক গোলাম হোসেন, সহ সাধারন সম্পাদক টিপু মজুমদার,  মুক্তা মনি সাহা, সাংগঠনিক সম্পাদক মো. একরামুল হক,  সহ সাংগঠনিক মো. ওমর ফারুক,  দপ্তর সম্পাদক সোহরাব হোসেন,  অর্থ সম্পাদক মো. হাফেজ অাহম্মদ, তথ্য ও প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ অালম, কাব বিষয়ক সম্পাদক মো. ফিরোজ,  ক্রিড়া সাংস্কৃতিক সম্পাদক বিভীষণ কুমার বসাক, সমবায় বিষয়ক সম্পাদক অাবদুর রহিম, মহিলা সম্পাদিকা গুলশান অাক্তার,  সহ মহিলা সম্পাদিকা শাকিলা আক্তার,  সদস্য জিন্নাতুন নাহার কাজল, মুক্তা দত্ত, তাহমিনা আক্তার,  এস এম কামরুল আলম, শেখ ফরিদ, কামরুল অাহসান।
সভায় সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, উচ্চ অাদালত ও কেন্দ্রীয় সিদ্ধান্তে অামরা বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি অনুমোদন নিয়েছি।  একটি ভুয়া সংগঠন মাঠে ঘাঠে সমিতির পরিচয় দিয়ে বেড়াচ্ছে। জালিয়াত চক্র থেকে  সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *