সাংসদ মাসুদ চৌধুরীর সম্পদ বাড়েনি

ফেনী প্রতিনিধি:
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বর্তমান সাংসদ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আয় বাড়লেও সম্পদ বাড়েনি।

২০১৮ ও ২০২৩ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া এই সংসদ সদস্যের হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, ফেনী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের বাড়েনি। তাঁর নিজ নামে ৯৫ ভরি সোনা ও স্ত্রীর নামে রয়েছে ৫০ ভরি। কোনো দায়-দেনা নেই।

মাসুদ চৌধুরীর স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে সম্পদ রয়েছে ৮ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৪২৪ টাকার। তাঁর স্ত্রী জেসমিন মাসুদের নামে সবমিলে রয়েছে দুই কোটি ৭৬ লাখ ৬৬ হাজার ৪৭১ টাকার সম্পদ।

মাসুদ উদ্দিন বার্ষিক আয় দেখিয়েছেন ৪২ লাখ ৯৬ হাজার ৪৫৩ টাকা। কৃষিখাতে আয় ১৬ হাজার টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ভাড়া থেকে আয় ১৫ লাখ ৭৫ হাজার টাকা। আর ব্যাংক ও অন্যান্য খাত থেকে সম্মানী বাবদ আয় দেখিয়েছেন ২৭ লাখ ৬ হাজার ২৬৩ টাকা।

অন্যদিকে শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে স্ত্রীর বার্ষিক আয় দেখিয়েছেন তিন লাখ ৪৯ হাজার ৬২৫ টাকা। এছাড়া অন্যান্য খাতে সম্মানী হিসেবে আয় তিন লাখ ৯০ হাজার টাকা।

মাসুদ চৌধুরীর হাতে নগদ রয়েছে ১০ লাখ ৬৫ হাজার টাকা। বৈদেশিক মুদ্রা চার হাজার ৭১১ ইউএস ডলার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে এক কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ১০২ টাকা ও ৪৩ লাখ টাকার শেয়ার। সোনা ৯৫ ভরি, ছয় লাখ ৬০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিকস সামগ্রী ও ছয় লাখ টাকা মূল্যের আসবাবপত্র। অন্যান্য ৫২ লাখ ২ হাজার ৫২৫ টাকা।

বর্তমানে দুটি গাড়ি রয়েছে। যার মূল্য ৯৪ লাখ ৮৫ হাজার টাকা বলে হলফনামায় উল্লেখ করেছেন জাপার এ প্রার্থী।

স্থাবর সম্পত্তির মধ্যে ২১৮.৫ শতক কৃষিজমি ও ২০৫.৪৩ শতক অকৃষি জমি রয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীর। রাজধানীর বারিধারায় রয়েছে দেড় কোটি টাকা মূল্যের একটি বাড়ি। এছাড়া স্ত্রীর নামে ৩০ শতক কৃষিজমি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *