তাহিরপুর প্রতিবেদন :
বিনা শুল্কে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসাদুটি ট্রলার বোঝাই ভারতীয় কয়লার চালান সহ চার চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধায় চোরাই কয়লার চালান আটকেরঘটনায় সুনামগঞ্জের তাহিরপুর থানায় দু’জন পলাতক আসামি সহ ৬ চোরাকারবারির নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এরপুর্বে বুধবার দুপুরে উপজেলার পাইকারতলানৌপথে থানার এসআই গোলাম হক্কানীর নেতৃত্বে বিনা শুল্কে নিয়ে আসা ১৩’শ কেজি ভারতীয় কয়লা সহ দুটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ এবংচার চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,তাহিরপুর উপজেলার উওরশ্রীপুর ইউনিয়নের কলাগাঁও সীমন্ত গ্রামের আব্দুস ছাক্তারের ছেলে শুক্কুর আলী,একই গ্রামেরআবু বক্করের ছেলে মনির,দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহ গঞ্জ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলেসাখাওয়াত হোসেন,মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজারের অছুম উদ্দিনের ছেলেআবু তালেব।
পলাতক আসামিরা হলেন,উপজেলার উওর শ্রীপুরইউনিয়নের কলাগাঁও সীমন্ত গ্রামের অজ্ঞাত নামা ব্যাক্তির ছেলে আব্দুল কুদ্দুছ একই গ্রামের আফসর উদ্দিনের ছেলে আবু বক্কর।
বুধবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল যুগান্তরকে জানায়, উপজেলার সীমান্তবর্তীচারাগাঁও-লালঘাট সীমান্ত পয়েন্ট দিয়ে বিনা শুল্কে নিয়ে আসা দুটি চোরাই কয়লার চালঅননিয়ে যাওয়ার পথে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিক্তিত্বে নৌপথে থানা পুলিশ অভিযানে নামেন।
এরপর কোন রকম এলসি, চালানপত্র ছাড়াই দুটি ট্রলারে করে নেত্রকোনার কলমাকান্দায় নিয়েযাবার পথে পাইকরতলা নদী হতে ওই কয়লার চালান জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা চারচোরাকারবারিকে গ্রেফতার করা হলেও নদী সাঁতড়ে অপর দুই চোরাকারবারি পালিয়ে যায়।,
জব্দকৃত কয়লা ও দুটি ট্রলারের মুল্য প্রায়সাড়ে তিন লাখ টাকা বলেও নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া সেল।,