স্টাফ রিপোর্ট:
ভারতীয় মুদ্রা সহ রমজান আলী নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকেলে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আটক রমজান আলী উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম রতনপুর (বিরেন্দ্র নগর)’র পাষাণ আলীর ছেলে।
বুধবার দুপুরে রমজানকে উপজেলার সীমান্ত গ্রাম বাগলীর রঙ্গার ছড়া হতে বিজিবির টহল দল আটক করে। এ সময় তার হেফাজত হতে ৫ হাজার ভারতীয় রুপী (মুদ্রা) জব্দ করা হয়।,
বুধবার বিকেলে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবির মিডিয়া সেল জানায়, সীমান্তের ওপার হতে ভারতীয় মুদ্রা সহ জেলার তাহিরপুরের সীমান্ত গ্রাম বাগলীর রঙ্গার ছড়ায় প্রবেশ করলে ব্যাটালিয়নের বিরেন্দ্রনগর কোম্পানী সদরের বিজিবির টহল দল সন্দেজনক গতিবিধির মুখে রমজানকে আটক করে।
এ সময় দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা তার হেফাজত থেকে ৫ হাজার ভারতীয় রুপী (মুদ্রা) জব্দ করেন বিজিবি’র টহল দল।,