নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর আলীয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনের পাসকার্ড জালিয়াতির চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর সিটি সুপার মার্কেটের একটি ছাপাখানা থেকে সম্মেলনের নামে ছাপা করা ১ হাজার নকল কার্ড জব্দ করা হয়েছে।
নগরীর সিটি সুপার মার্কেটের একটি ছাপাখানাতে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের নকল কার্ড প্রকাশ করা হচ্ছে খবর পান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে তাৎক্ষণিক ছাপাখানা থেকে নকল পাসকার্ডগুলো জব্দ করা হয়।
ছাপাখানা থেকে জানানো হয়- গত সোমবার ওসমানীনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয়ে এক ব্যক্তি কার্ডগুলো ছাপার জন্য দিয়ে যান। তাই কার্ডগুলো ছাপা করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বাংলারদর্পন কে বলেন- সংগঠনের অনুমতি ব্যতিত যারা এসব কার্ড ছাপা করছে তাদেরকে খোঁজে বের করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলুকে এ ব্যাপারে জানতে চেয়ে তার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সংযোগটি কেটে দেন।
সিলেটে আ.লীগ প্রতিনিধি সম্মেলনের পাসকার্ড জালিয়াতির চেষ্টা